• +8801862109565
  • madaniislamicinstitution@gmail.com

কর্মসংস্থান তৈরি : আত্মনির্ভরশীল সমাজ গঠনের পথচলা

আমাদের একটি অনলাইন পেইজ আছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যাদের প্রতিষ্ঠানে জনবল প্রয়োজন হয়, তখন তারা আমাদেরকে জানায়। এবং নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের কাছে পাঠিয়ে দেন।আর আমরা চাকুরী প্রত্যাশীদের সে খবর পৌঁছে দেই। ✅এভাবে যাদের জনবল প্রয়োজন তারা জনবল পায়। আর ✅ যাদের চাকুরি প্রয়োজন তারা চাকরি পায়।

শিরক মুক্ত ঈমান ও বিদআত মুক্ত আমলের দাওয়াহ ক্যাম্পেইন।

🟡যেভাবে ক্যাম্পেইন করা হয়- যে কোন পাড়া,মহল্লা, মসজিদ, স্কুল, কলেজ,ভার্সিটি ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাদানী ইসলামিক ইন্সটিটিউটের যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামদের মাধ্যমে এই ক্যাম্পেইন করা হয়।