 
                                    ফাতওয়া ও দাওয়াহ কার্যক্রম
                                            এটি  একটি শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম।  যার উদ্দেশ্য কুরআন-সুন্নাহর আলোকে, সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা। ইসলামের এ ক্রান্তিলগ্নে ইফরাত-তাফরীত তথা ইসলাম নিয়ে  বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির এই বিভ্রান্তি মূলক পরিবেশে  পূর্ণাঙ্গ দ্বীনের সঠিক পথ ও মত উম্মাহর সামনে তুলে ধরা
                                        
                                        
                                     
                                    ইসলামী শিক্ষার বিস্তর প্রচার ও প্রসার
                                            মাদানী ইসলামিক ইন্সটিটিউট বিশ্বাস করে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামী জ্ঞান ও নৈতিকতায় পরিপূর্ণ হয়ে দেশ ও সমাজের জন্য গুণী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
                                        
                                        
                                    