• +8801862109565
  • madaniislamicinstitution@gmail.com

কুরআন-সুন্নাহর আলোকে ইসলাম সম্পর্কে বিভিন্ন সংশয় ও প্রশ্নের উত্তর প্রদান করা। বিশেষভাবে এমন বিষয়গুলো এখানে প্রাধান্য দেয়া হয়, যেগুলোর ক্ষেত্রে দ্বীনের প্রকৃত শিক্ষাকে বিকৃত করে সমাজে প্রচার করা হচ্ছে বা মানুষ ইসলামের যে গভীর জ্ঞান থেকে দূরে সরে আছে। দ্বীন ও ইসলামের  যে  বিষয়গুলো আজ তাহরীফ ও বিকৃতির শিকার! সেগুলোকে কুরআন-সুন্নাহ ও সালফে-সালেহিনের দিকনির্দেশনার আলোকে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।


👉আমাদের এ কার্যক্রমে যুক্ত রয়েছেন যোগ্য বিজ্ঞ মুফতি সাহেবগণ । এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ’র অনুসারী একটি বিরাট দল, যাঁরা ইলমে দ্বীন অন্বেষণ ও দ্বীনি দাওয়াহ’র কাজে নিয়োজিত। 

👉আমরা আমাদের ওয়েবসাইটে ঐ লেখাগুলোই প্রকাশ করি, যা উম্মাহর জন্য উপকারী এবং কুরআন সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ। 

 আমরা সর্বদা চেষ্টা করি, কুরআন সুন্নাহর সঠিক দলীলের উপর ভিত্তি করে লেখার। তবে নিজেদের অজান্তে কোনো ভুল হয়ে গেলে তা শুধরে নিতে আমরা সদা প্রস্তুত। তাই গঠনমূলক ও দলীলভিত্তিক যে কোনো সমালোচনা ও পর্যালোচনাকে আমরা স্বাগত জানাই।

👉আমাদের কার্যক্রমের বিশেষ দিক -

যে কেউ, যে কোন সময় আমাদের ওয়েব সাইটে ফতোয়া জিজ্ঞেস করতে পারবেন।

👉প্রতিটি মাসআলায় কুরআন ও হাদিস থেকে দলিল ভিত্তিক সমাধান দেয়া হবে। এবং রেফারেন্স সহ কুরআন ও হাদীসের দালিলিক অংশ উল্লেখ করা হবে।

👉বিভিন্ন আরবি, উর্দু, বাংলা  ফতোয়ার কিতাব থেকে দলিল ও রেফারেন্স উল্লেখ করা হবে।


সুতরাং 

যে কোনো বিষয়ে ইসলামী সমাধান পেতে প্রশ্ন করুন মাদানী ইসলামিক  ইনষ্টিটিউটের ফতোয়া বিভাগে। 


👉শর্ত সমূহ -

১/ যে বিষয়ে প্রশ্ন করছেন তা আগেই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত আছে কি না তা সার্চ করে খুঁজে দেখে নিন।


২/ যদি আগেই সাইটে এমন প্রশ্নের উত্তর প্রকাশিত থাকে, তাহলে এ বিষয়ে প্রশ্ন করবেন না।


৩/ একটি প্রশ্নে কেবল একটি বিষয়ে সীমাবদ্ধ রাখুন। এক প্রশ্নে একাধিক বিষয়ে প্রশ্ন করবেন না।


৪/ প্রশ্ন করার পর অপেক্ষা করুন। একই প্রশ্ন লিখে বারবার পাঠাবেন না।


৫/ প্রশ্ন কম শব্দে সংক্ষেপে গুছিয়ে লিখুন। যেন প্রশ্নে যা জানতে চাচ্ছেন তা পরিস্কার বুঝা যায়। অস্পষ্ট বা দুর্বোধ্য শব্দে প্রশ্ন করবেন না।


৬/ জানার জন্য হলে প্রশ্ন করুন। অহেতুক বিতর্ক করার ইচ্ছে হলে প্রশ্ন করা থেকে বিরত থাকুন।


৭/ প্রয়োজনীয় বিষয় হলে প্রশ্ন করুন। অহেতুক বা অপ্রয়োজনীয় বিষয় হলে প্রশ্ন করা থেকে বিরত  থাকুন।


বিশেষ শর্ত হল,

আপনি এই প্রজেক্ট থেকে সেবা পেতে হলে মাদানী ইসলামিক ইন্সটিটিউটের সদস্য হতে হবে।