প্রশ্নঃআমার কোনো আত্মীয় যদি আমার সাথে মন্দ আচারণ করে এবং এ কারণে আমি তার সাথে সম্পর্ক না রাখি, তাহলে অন্যান্য ইবাদত বন্দেগি করার পরও কি আমি لا يدخل الجنة قاطع (আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না) এই হাদিসের গন্ডির মধ্যে পড়বো? উমায়েরউত্তর:জী ভাই, আত্মীয় স্বজন যদি মন্দ আচরণ করে, তবুও তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনি সহীহ বুখারী ও সহীহ মুসলিমের যে হাদীসটি উদ্ধৃত করেছেন, তার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আমর রা. থেকে সহীহ বুখারীরই...
12
Junপ্রশ্ন: আমি জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ বিভিন্ন অনলাইন আবেদন প্রক্রিয়ার কাজ করি। অনেক সময় বিদেশগামীদের বয়স বাড়িয়ে ১৮/১৯ থেকে ২১/২২ বছর করতে হয়, যা সাধারণভাবে টাকা ছাড়া সম্ভব হয় না এবং খরচও বেশি পড়ে। তবে আমার পরিচিত কিছু অফিসকর্মীর মাধ্যমে আমি এসব কাজ তুলনামূলক কম খরচে ও দ্রুত করে দিতে পারি। অফিসকর্মীরা সরাসরি টাকা নেয় না, কারণ এতে তাদের চাকরির ঝুঁকি থাকে। ফলে আমি মাধ্যম হিসেবে যুক্ত হয়ে কাজ করাই এবং এতে আমারও কিছু আয় হয়।এখন প্রশ্ন হলো—যেহেতু এতে ঘুষের মতো...