রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
"যে ব্যক্তি কোনো জ্ঞান অন্বেষীর জন্য পথ সহজ করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।"
— (সহিহ মুসলিম, হাদিস: ২৬৯৯)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
"মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি কাজের সওয়াব চলতে থাকে: সদাকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং সৎ সন্তান, যে তার জন্য দোয়া করে।"
— (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
"তোমরা আমার পক্ষ থেকে (কোরআন-হাদিসের) জ্ঞান মানুষের মাঝে পৌঁছে দাও, যদিও তা একটি আয়াতই হয়।"
— (সহিহ বুখারি, হাদিস: ৩৪৬১)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
“সৎকর্মশীল হাত হল সেই হাত, যা নেয় তার তুলনায় দেয় বেশি। আর (যাকাতের) সম্পদ থেকে স্বাবলম্বী হওয়ার জন্য গ্রহণ করা উত্তম।”
— (সহিহ বুখারি, হাদিস: ১৪২৭; সহিহ মুসলিম, হাদিস: ১০৩৫)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
"যদি কোনো মুসলিম গাছ রোপণ করে, আর সে গাছ থেকে মানুষ, জন্তু কিংবা পাখি কিছু খায়, তবে তা সেই মুসলিমের জন্য সদকা (সওয়াব) হবে।"
— (সহিহ বুখারি, হাদিস: ২৩২০)